Friday, 23rd May, 2025
Friday, 23rd May, 2025

বরিশালে সরস্বতী পূজায় ভক্তদের ভিড়, দেবীর আরাধনা কামনা

নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে বরিশালে বিদ্যার দেবী সরস্বতী পূজা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে বরিশাল বিএম কলেজসহ বিভিন্ন শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানে সরস্বতী পূজায় অংশগ্রহণ করেন হাজার হাজার ভক্ত।

মাঘ মাসের শুক্লা পঞ্চমী তিথিতে মর্তে আগমন ঘটে বিদ্যার দেবী সরস্বতীর। সনাতন ধর্ম মতে, বিদ্যা, বানী ও সুরের দেবী সরস্বতী।
বৃহস্পতিবার সকাল থেকে বরিশাল বিএম কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, মন্দির এবং সনাতন ধর্মাবলন্বীদের বাড়িতেও আয়োজন করা হয় সরস্বতী পূজার। ভক্তরা বিদ্যা ও জ্ঞান অর্জনের জন্য দেবী সরস্বতীর চরণে অঞ্জলি প্রদান করেন।

করোনার কারণে গত ২ বছর বরিশালেসরস্বতী পূজা আয়োজন করা হয়নি। এ কারণে এবার উৎসবমুখর পরিবেশে প্রার্থনায় অংশ নেয় ভক্তরা। তারা বিদ্যা অর্জন এবং মঙ্গল কামনায় দেবীর আরাধনা কামনা করেন

সংবাদটি লাইক, কমেন্ট ও শেয়ার করুন