Thursday, 22nd May, 2025
Thursday, 22nd May, 2025

সংস্কার প্রয়োজন আছে, তবে সংস্কারের নামে টালবাহনা ও সময়ক্ষেপন না করে অবিলম্বে নির্বাচন দিতে হবে ……. মজিবুর রহমান ছরোয়ার

বিএনপি চেয়ারপার্সন এর উপদেষ্টা এ্যাড. মজিবুর রহমান ছরোয়ার বলেছেন, সংস্কার প্রয়োজন আছে, তবে সংস্কারের নামে টালবাহনা না করে এবং সময়ক্ষেপন না করে অবিলম্বে জাতীয় সংসদ নির্বাচন দিতে হবে। জনগন আর দিনের ভোট রাতে দিতে চায়না। তারা শান্তিতে ভোট দিতে চায়। ভোট তার মৌলিক অধিকার, কিন্তু বিগত স্বৈরাচার হাসিনা সরকার সাধারণ মানুষের সেই অধিকার কেড়ে নিয়েছিল। তাই এখন দ্রুত নির্বাচন দিয়ে একটি নির্বাচিত সরকার গঠন করতে হবে। অন্তবর্তী সরকারের সমালোচনা করে মজিবুর রহমান সরোয়ার বলেন, এ সরকার দেশের আইনশৃঙ্খলা ও দ্রব্যমুল্যের উর্ধ্বগতির নিয়ন্ত্রনে ব্যর্থ হয়েছে। তাই অবিলম্বে দ্রব্যমুল্যের উর্ধ্বগতি নিয়ন্ত্রন করতে হবে এবং আইনশৃঙ্খলা নিয়ন্ত্রন করে অবিলম্বে নির্বাচনের রোডম্যাপ ঘোষনা করতে হবে। সব রাজনৈতিক দল যেভাবে চায় সেভাবে কাজ করতে হবে

বুধবার বিকেল ৪ টায় পিরোজপুরের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে ও দ্রুত জাতীয় সংসদ নির্বাচনের দাবীতে আয়োজিত এক জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।
পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেনের সভাপতিত্বে ও সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলুর সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য রাখেন, কেন্দ্রিয় বিএনপির বন ও পরিবেশ বিষয়ক সহ সম্পাদক কাজী রওনাকুল ইসলাম টিপু, কেন্দ্রিয় বিএনপির সহ পরিবেশ কল্যান সম্পাদক ডা. রফিকুল কবির লাবু, বরিশাল জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আ ক ন কুদ্দুসর রহমান, বরিশাল জেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক মাহাবুবুল হক নান্নু, বরিশাল বিভাগের জাতীয়তাবাদী মহিলা দলের সাংগঠনিক সম্পাদক এলিজা জামান, পিরোজপুর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক শেখ রিয়াজ উদ্দিন রানা প্রমুখ।
জনসমাবেশকে কেন্দ্র করে দুপুর থেকেই সমাবেশ স্থলে মিছিলে মিছিলে আসতে শুরু করে বিএনপির নেতাকর্মীরা।

সংবাদটি লাইক, কমেন্ট ও শেয়ার করুন