Thursday, 22nd May, 2025
Thursday, 22nd May, 2025

শরীয়তপুরে নৈশ মাদ্রাসার ১ম ছবক প্রদান উপলক্ষে দোয়া ও আলোচনাঃ

শরীয়তপুর সদর উত্তর মাথায় শামীম প্লাজায়, ১৪ এপ্রিল সোমবার বাদ মাগরিব বাদ (৪র্থ তলায়) নৈশ মাদ্রাসার ছবক প্রদান উপলক্ষে দোয়া ও আলোচনা করা হয়েছে ।

শরীয়তপুরে নৈশ মাদ্রাসার পরিচালক মাওলানা মাইনুদ্দিন এর পরিচালনায়, প্রদান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন – স্বত্বাধিকারী, নূর হোটেলের ইন্টারন্যাশনালের,মালিক- আলহাজ্ব মোহাম্মদ লোকমান মাহমুদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন – মোহতামিম ও শায়খুল হাদীস, উসমানিয়া কওমিয়া আরাবিয়া মাদ্রাসা- মাওঃ আবু বক্কর। আরো উপস্হিত ছিলেন – মুফতি আঃ রাজ্জাক,মাওলানা, আঃ কুদ্দুস তালুকদার,মাওলানা শাব্বির আহমেদ উসমানী, মাওলানা- মাওলানা- ইদ্রিস কাসেমী, হাফেজ- কেরামত আলী, মুফতি ফেরদাউস আহমদ, মুফতি -শহিদুল্লাহ,মুফতি – আফজল হোসাইন ফারুক, মুফতি আবুল কালাম আজাদ।

বক্তারা জানান- জেনারেল শিক্ষিত ও কর্মব্যস্তদের জন্য ৬ বছরের আলেম হওয়ার এক ব্যতিক্রমী প্রতিষ্ঠান। যা জেনারেল শিক্ষিত, স্কুল কলেজের এবং ভার্সিটির ছাত্র, শিক্ষক, ডাক্তার, ইন্জিনিয়ার,চাকুরিজীবি,ব্যবসায়ী শ্রমিক, হাফেজে কোরআন সহ সকল ধরনের মানুষ আলেম হওয়ার সুবর্ণ সুযোগ রয়েছে এই প্রতিষ্ঠানে।

সংবাদটি লাইক, কমেন্ট ও শেয়ার করুন