
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মৃৎশিল্প ও ভাস্কর্য বিভাগের উদ্যোগে ষষ্ঠ বার্ষিক শিল্পকর্ম প্রদর্শনী উদ্বোধন করা হয়েছে। চারুকলা অনুষদ ক্যাম্পাসে প্রদর্শনী আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর সালেহ হাসান নকীব। অনুষ্ঠানে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন উপ উপাচার্য প্রফেসর ডঃ মুহাম্মদ মাইনুদ্দিন, উপ-উপাচার্য প্রফেসর ডক্টর ফরিদ উদ্দিন খান, চারুকলা অনুষদের ডীন প্রফেসর ডঃ মোহাম্মদ আলী, শিল্পী আশফাকুল আসেকিন, প্রফেসর ডঃ আব্দুল মতিন তালুকদার ও বিভাগের সভাপতি প্রফেসর ডক্টর আরিফুল ইসলাম।
প্রদর্শনীতে সহস্রাধিক মৃৎশিল্প ও ভাস্কর্য প্রদর্শিত হয়। অনুষ্ঠানে এই শিল্পকর্মে বিশেষ অবদান রাখার জন্য শিল্পী আশফাকুল আশেকিন কে বিশেষভাবে সম্বর্ধনা দেয়া হয়। এছাড়াও বিভিন্ন বিভাগের কৃতি শিক্ষার্থীদের পুরস্কৃত করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর সালেহ হাসান নকিব বলেন, শিল্পকর্ম মানুষের আবেগকে সৃজনশীল কর্ম যজ্ঞে তাড়িত করে সে কারণে এই শিল্পকর্ম বিশ্বে নিজস্ব ঐতিহ্য তুলে ধরতে সক্ষম হয়। তিনি বলেন, এসব শিল্পকর্ম কেবল ইতিহাস ও ঐতিহ্যের ধারক নয় এগুলো মানুষের প্রাণ সঞ্চার করে। গণজাগরণ সৃষ্টির জন্য এসব শিল্পকর্মের অবদান অপরিসীম। কেবলমাত্র পঠন ও পাঠন এর মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না আমাদের সকলকে সীমিত সুযোগকে কাজে লাগিয়ে জীবনও জীবিকাকে জনগণের কাছাকাছি নিয়ে যেতে হবে।