Thursday, 22nd May, 2025
Thursday, 22nd May, 2025

শরিয়তপুরে নিরাপদ বাড়ি নির্মাণ বিষয়ে ঢালাই স্পেশাল সিমেন্টের কর্মশালা

শরিয়তপুরে নিরাপদ বাড়ি নির্মাণ বিষয়ে ঢালাই স্পেশাল সিমেন্টের কর্মশালা।
মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিস লিমিটেড এর অন্যতম অংগ প্রতিষ্ঠান ইউণিক সিমেন্ট ইন্ডাস্ট্রিস লিমিটেড এর ঢালাই স্পেশাল সিমেন্ট এর উদ্যোগে বাড়ি নির্মাণ বিষয়ক কর্মশালার অনুষ্ঠিত হয়েছে।
” নিশ্চিন্তে গড়ি নিরাপদ বাড়ি” শ্লোগানে সোমবার সন্ধ্যায় শরিয়তপুর শহরের একটি চাইনিজ রেস্তোরাঁয় অনুষ্ঠিত কর্মশালায় শরিয়তপুর শহরের কিছু সংখ্যক গৃহ মালিক অংশগ্রহণ করেন।


অনুষ্ঠানে ইউ.সি.আই.এল এর এ.জি.এম (টেকনিক্যাল সাপোর্ট ডিভিশন, বিদ্যুৎ কুমার বনিক স্থাপনা নির্মাণে অধিক সতর্ক থাকতে গুরুত্বপূর্ণ তথ্য উপস্থাপন করেন।
ঢালাই স্পেশাল সিমেন্টের শরিয়তপুরের ডেপুটি ম্যানেজার মোঃ আসাদুজ্জামান এর সঞ্চালনায় এ সময় ঢালাই স্পেশাল সিমেন্ট এর জোনাল ম্যানেজার মোঃ শাহেদ মোর্শেদ, পরিবেশক, ঘোষ এন্টারপ্রাইজ এর সত্তাধিকারী রবিন ঘোষ ও প্রকোশলী মোঃ মোসতাক আহম্মেদ(ছোটন) সহ অন্যান্য কর্মকতাবৃন্দ উপস্থিত ছিলেন।


কর্মশালায় স্থাপনা নির্মাণে প্রয়োজনীয় নির্মাণ সামগ্রী ব্যবহারে অধিক সতর্কতা অবলম্বনের উপরে গুরুত্ব আরোপ করা হয়।
এছাড়া জানানো হয়, ঢালাই স্পেশাল সিমেন্ট দেশের প্রথম আর ক্যাটাগরির (শক্তি দায়ক) সিমেন্ট। এই সিমেন্ট দ্রুত দৃঢ়তা ও শক্তি দিয়ে থাকে। ফলে এই সিমেন্ট ব্যবহারে দ্রুততম সময়ের মধ্যে স্থাপনার নির্মাণ করা যায়, এতে সময় এবং সাশ্রয়ী হয়ে থাকে। #

সংবাদটি লাইক, কমেন্ট ও শেয়ার করুন