Thursday, 22nd May, 2025
Thursday, 22nd May, 2025

গৃহবধূকে জিম্মি করে ১৬ লাখ টাকাসহ স্বর্ণালংকার লুট

বেনাপোলের গয়ড়া গ্রামের উত্তর পাড়া কমিউনিটি ক্লিনিক সংলগ্ন একটি বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে।

বুধবার (২৩ নভেম্বর) দিবাগত রাতে সংঘবদ্ধ ডাকাতদল বাড়ির গেট ও ঘরের তালা ভেঙে অস্ত্রের মুখে ওই বাড়ির গৃহবধূকে জিম্মি করে নগদ ১৬ লাখ টাকাসহ স্বর্ণালংকার লুট করে নিয়ে গেছে।
গৃহবধূ হালিমা (৩৮) জানান, রাত আনুমানিক ৩টার দিকে হঠাৎ রুমের ভিতর একদল ডাকাত সদস্যকে দেখতে পাই। তারা মুহুর্তের মধ্যে আমার হাত পাঁ ও চোখ বেধে ফেলে। এরপর ঘরের আলমারি ভেঙে স্বর্ণালংকার ও বালিশের মধ্যে লুকিয়ে রাখা জমি বিক্রির নগদ ১৬ লাখ টাকা লুট করে নিয়ে চলে যায়।

তাৎক্ষনিক পরিবারের অন্যান্য সদস্যরা জরুরি সহায়তা নাম্বার ৯৯৯-এ কল করে ডাকাতির বিষয় অবগত করে। সকালে বেনাপোল পোর্টথানা পুলিশের সদস্যরা ভুক্তভোগীর বসতবাড়ি পরিদর্শন করে বলে জানা গেছে।

বেনাপোল পোর্টথানার এস আই অমিত হাসান উপস্থিত সাংবাদিকদের জানান, ৯৯৯-এ কল মোতাবেক সংবাদ পেয়ে বেনাপোল পোর্টথানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

সংবাদটি লাইক, কমেন্ট ও শেয়ার করুন