
শরীয়তপুরের নড়িয়ায় একই স্থানে বিএনপির দুই পক্ষের পাল্টাপাল্টি বিক্ষোভ কর্মসূচি ডাকায় ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। রবিবার (২০ এপ্রিল ) সকাল ১০টা থেকে রাত ১১টা পর্যন্ত নড়িয়া পৌরসভা এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে বলে নিশ্চিত করেছেন নড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমিনুল ইসলাম বুলবুল।
জানা যায়, শরীয়তপুরের নড়িয়া বাঁধের বিপরীত পাশে পদ্মা নদীতে চর পড়া যায়গায় ১০ কোটি ঘনফুট বালু নিলামে দেয় উপজেলা প্রশাসন। গত ৬ এপ্রিল থেকে ড্রেজার যন্ত্র দিয়ে বালু কাটা শুরু করে ঠিকাদার নড়িয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ফরিদ আহমেদ রয়েল। কিন্তু বিএনপির আরেকটি পক্ষ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি (অবঃ) কর্নেল এসএম ফয়সাল এই বালু কাটার বিপক্ষে থাকায় এরআগেও তারা মানববন্ধন ও বিক্ষোভসহ বিভিন্ন কর্মসূচি করেছেন। তারই ধারাবাহিকতায় আজ রোববার সকাল ১০টার দিকে নড়িয়া উপজেলা চত্তরে ফরিদ আহমেদ রয়েলের নেতৃত্বে বালু কাটার পক্ষে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচির ডাক দেন। অন্যদিকে, প্রতিবাদে বালু কাটা বন্ধে একই স্থানে সকাল সাড়ে ১০টায় (অবঃ) কর্নেল এসএম ফয়সাল, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মহি আহম্মেদ ঝিন্টুর নেতৃত্বে বিক্ষোভ সমাবেশের ডাক দেন। একই স্থানে বিএনপির দুই পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচিতে সংঘর্ষ ও অপ্রীতিকর ঘটনা ঘটার সম্ভাবনা থাকায় ১৪৪ ধারা জারি করেছে নড়িয়া উপজেলা প্রশাসন।ে