Thursday, 22nd May, 2025
Thursday, 22nd May, 2025

হবিগঞ্জে তারেক রহমানের পক্ষে লাখাই উপজেলার ১৬ জন শহীদ সহ ৪০ জন অসহায় মানুষের মাঝে ঢেউ টিন বিতরণ । 

হবিগঞ্জে তারেক রহমানের পক্ষে লাখাই উপজেলার ১৬ জন শহীদ সহ ৪০ জন অসহায় মানুষের মাঝে ঢেউ টিন বিতরণ ।  হবিগঞ্জে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ায়ম্যান তারেক রহমানের পক্ষে লাখাই উপজেলার ১৬ জন শহীদ সহ ৪০ জন অসহায় মানুষের মাঝে ঢেউ টিন বিতরণ করা হয়েছে। শুধু টিন নয় ৪০ জনকে পুরোপুরি বাড়ী করে দেয়া হবে। তার দায়িত্ব নিয়েছে হবিগঞ্জ জেলা বিএনপি। হবিগঞ্জে ৯১ সনে খালেদা জিয়ার জনসভা শেষে বাড়ী ফিরছিলেন তখন ল্খাাই বিএনপির ১২ লোক বিদুৎস্পৃষ্ট হয়ে মারা যান। আর ৪ জন বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদ হন। বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সাবেক পৌর মেয়র জি কে গউছ এর সভাপতিত্বে এ অনুষ্টান অনুষ্ঠিত হয়। আজ শুক্রবার ১২টার সময় জি কে গউছের বাস ভবনে টিন গুলো দুঃস্থদের মাঝে তুলে দেয়া হয়। বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সাবেক পৌর মেয়র জি কে গউছ বলেন, গত ১৭টি বছর দেশী-বিদেশী ষড়যন্ত্রে তারেক রহমান লন্ডন থাকতে হয়েছে। শারিরীক অসুস্থতার মধ্যেও তিনি দলকে দিক নিদের্শনা দিয়ে যাচ্ছে।

 

সংবাদটি লাইক, কমেন্ট ও শেয়ার করুন