Thursday, 22nd May, 2025
Thursday, 22nd May, 2025

শরীয়তপুরে আগুনে ৪টি দোকান পুড়ে ছাই,৫০ লাখ টাকার ক্ষতি 

শরীয়তপুরের নড়িয়ায় অগ্নিকাণ্ডে ৪টি দোকান পুড়ে গেছে। আজ সকালে উপজেলার ডিঙ্গামানিক ইউনিয়নের গোলার বাজারে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে প্রায় ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানায় ব্যবসায়ীরা।

প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, মঙ্গলবার ভোর সাড়ে টার দিকে গোলার বাজারের বৈদ্যুতিক শর্ট সার্কি থেকে আগুনের সূত্রপাত। মুহূর্তেই আগুন বাজারে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে নড়িয়া উপজেলা ফায়ার সার্ভিসের একটি ইউনিট এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করছে ফায়ার সার্ভিস। আনুমানিক ধারনা করা হচ্ছে ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

সংবাদটি লাইক, কমেন্ট ও শেয়ার করুন