
“শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন,শরীয়তপুরের শ্রদ্ধা নিবেদন”
১৪ই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে পুস্পস্তবক অর্পন ও শ্রদ্ধা নিবেদন করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, শরীয়তপুর।
১৪ই ডিসেম্বর শনিবার সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে শরীয়তপুর কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, শরীয়তপুর।
শ্রদ্ধা নিবেদন শেষে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, শরীয়তপুর এর সদস্যরা বলেন, পাকিস্তানী হানাদার বাহিনী এবং দোসররা শতশত নিরস্ত্র বুদ্ধিজীবী, প্রকৌশলী, শিক্ষক, সাংবাদিক ও আইনজীবীদেরকে নির্মমভাবে পরিকল্পিতভাবে হত্যা করে। এ হত্যার মধ্যে দিয়ে তারা চেয়েছিল বাংলাদেশের বুদ্ধিজীবীদের নিধন করতে। অর্থাৎ বুদ্ধিহীন একটি জাতি। স্বাধীনতার সুফল যাতে জনগণের দ্বারগোড়ায় যেন না পৌছাইতে না পারে তার জন্য এই পদক্ষেপ। তাদের এই ঘৃণ্য পদক্ষেপের জন্য আমরা নিন্দা জানাচ্ছি। তাদের প্রতি ঘৃনাবোধ করছি। ধিক্কার জানাচ্ছি।