Thursday, 22nd May, 2025
Thursday, 22nd May, 2025

আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জোরপূর্বক জমি দখলের অভিযোগ

  1. শরীয়তপুরের নাড়িয়া উপজেলার গোড়াগাঁও গ্রামে আদালতের নিষেধজ্ঞা অমান্য করে জোরপূর্বক অবৈধভাবে জমি দখল করে গাছ লাগানোর অভিযোগ পাওয়া গেছে। গোড়াগাঁও গ্রামের মৃত: ইব্রাহীম চোকদারের ছেলে মোবারক চোকদার একই গ্রামের আব্দুর রহমান চোকদারের প্রায় শতবছর ধরে ভোগদখলীয় জমিতে জোড় পূর্বক গাছ লাগিয়ে দখলের চেষ্টা করছেন বলে অভিযোগ করেছেন আব্দুর রহমানের পরিবার। মোবারক চোকদারের দাপটে অসহায় পরিবারের সদস্যরা তাদের জানমালের নিরাপত্তা নিয়ে শংঙ্কিত হয়ে পড়েছে।
  2. সরেজমিনে গেলে ভূক্তভোগী ও স্থানীয়রা জানায়, নড়িয়া উপজেলার গোড়াগাঁও গ্রামের ১০৮ নং গোড়াগাঁও মৌজায় বিআরএস ১৪২ নং খতিয়ানের ৭৯৮ নং দাগে ৭ শতাংশ ও ৮৬৩ নং দাগে ৬ শতাংশ মোট ১৩ শতাংশ জমি পৈতৃক ও ক্রয় সূত্রে মালিক আব্দুর রহমানের পিতা আব্দুল মজিদ ও ফুফু চাহেরন বিবি। মোবারক চোকদার গংরা ওই সম্পত্তিতে ৪ শতাংশ ক্রয় সূত্রে মালিকানা দাবী করে জোরপূর্বক দখলের পায়তারা করায় শরীয়তপুর কোর্টে মামলা দায়ের করেন আব্দুর রহমান চোকদার। ওই মামলা আমলে নিয়ে আদালত নালিশী ভূমিতে স্থিতি অবস্থা বজায় রাখতে নির্দেশ দেন। কিন্তু আদালতে নির্দেশ অমান্য করে গত শনিবার মোবারক চোকদার তার ভারাটে সন্ত্রাসীদের নিয়ে নালিশী ভূমিতে কাঠ গাছের চারা রোপন করেন। তাতক্ষণিকভাবে বিষয়টি নড়িয়া থানায় জানানো হলে পুলিশ কোন ব্যবস্থা নেয়নি। এদিকে জমিতে গাছের চারা রোপনের পর থেকে নানাভাবে আব্দুর রহমান ও তার পরিবারের সদস্যদের হুমকি দিয়ে আসছে মোবারক। এতে চরম নিরাপত্তাহীনতায় ভূগছে পরিবারটি।

    মুঠোফোনে মোবারক চোকদারের নিকট জমি দখলের বিষয়টি জানতে চাইলে তিনি বলেন, আমি কোন জমি দখল করি নাই। তারাই আমাদের জমি দখল করেছে। আমার বিরুদ্ধে মিথ্যে অভিযোগ করছে তারা।

  3. নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: হাফিজুর রহমান বলেন, ওই জমিতে নিষেজ্ঞা ছিল বিষয়টি এমন নয়। তবে একটি মামলা চলমান রয়েছে। আমার কাছে আব্দুর রহমান চোকদার এসেছিল। আমি জমি-জমা সংক্রান্ত বিষয়ে স্থানীয় গন্যমান্য ব্যক্তিদের নিয়ে আইনগতভাবে আপোষ মিমাংশার পরামর্শ দিয়েছে। দখলের বিষয়টি আমার জানা নাই।

সংবাদটি লাইক, কমেন্ট ও শেয়ার করুন