Thursday, 22nd May, 2025
Thursday, 22nd May, 2025

মানবপাচারকারীদের বিচারের দাবিতে ২৪ পরিবারের অনশন, একজন অসুস্থ হয়ে হাসপাতালে

শরীয়তপুর ও মাদারীপুরের ২৪ যুবক প্রায় এক বছর যাবত লিবিয়া থেকে নিখোঁজ রয়েছেন। এঘটনায় মানবপাচারকারী রাশেদ খানের বিচার ও মানবপাচারকারী টুন্নুসহ অন্যান্য আসামীদের গ্রেপ্তারের দাবিতে দুপুর থেকে আমরণ অনশন শুরু করেছে ভুক্তভোগী ২৪ টি পরিবার। অনশনরত অবস্থায় রিয়াজ আকন নামে একজন অসুস্থ্য হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

শনিবার (১৫ ফেব্রুয়ারী) রাত পৌনে ৮ টার দিকে অসুস্থ্য রিয়াজ আকনকে শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়।

অসুস্থ্য রিয়াজ আকন শরীয়তপুর সদর উপজেলার আংগারিয়া ইউনিয়নের দক্ষিণ ভাষাণচর গ্রামের সালাম আকনের ছেলে। রিয়াজ আকনের ভাই দিদার আকন নিখোঁজ ওই ২৪ যুবকের একজন।

হাসপাতাল ও রিয়াজের স্বজনদের সূত্রে জানা যায়, গতকাল শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) রাজধানী ঢাকা থেকে মানবপাচারকারী রাশেদ খানকে গ্রেপ্তার করে পুলিশ। দুপুরে রাশেদ খানকে শরীয়তপুর আদালত থেকে কারাগারে পাঠানোর পর বিকেল সাড়ে ৩ টা থেকে নিখোঁজ ২৪ যুবকের স্বজনরা কামরুজ্জামান টুন্নু খানসহ অন্যান্য মানবপাচারকারীদের গ্রেপ্তার করে বিচারের দাবিতে আমরণ অনশন শুরু করেন। অনশনে নিখোঁজ ২৪ যুবকের স্বজনরা নিখোঁজ যুবকদের সন্ধান ও মানবপাচারকারী রাশেদ খানের সর্বোচ্চ বিচারের দাবিও জানান। অনশনে অংশগ্রহণকারী নিখোঁজ দিদার আকনের ভাই রিয়াজ আকন সন্ধ্যার পরে অসুস্থ্য হয়ে পড়লে অনশনকারী অন্যান্যদের মধ্যে কয়েকজন তাকে শরীয়তপুর সদর হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক অসুস্থ্য রিয়াজ আকনকে ভর্তি রেখে চিকিৎসার পরামর্শ দেন।

নিখোঁজ ২৪ যুবকের মধ্যে সাইফুল ইসলামের বাবা ফারুক পেদা। তিনি ঢাকা পোস্টকে বলেন, মানবপাচারকারী টুন্নুসহ অন্যান্যদের গ্রেপ্তার ও রাশেদের বিচার দাবিতে আমরা দুপুর থেকে আমরণ অনশন শুরু করেছি। আমাদেরই একজন রিয়াজ আকন সন্ধ্যায় অসুস্থ্য হয়ে পড়লে তাকে হাসপাতালে নিয়ে আসি। চিকিৎসক অসুস্থ্য রিয়াজকে হাসপাতালে ভর্তি রেখেছেন। রিয়াজের মতো যদি আমরা একে একে সবাই অসুস্থ্য হয়ে মারাও যাই, তবুও টুন্নুসহ অন্যান্যদের গ্রেপ্তার না করা পর্যন্ত, রাশেদের বিচার না হওয়া পর্যন্ত আমরা অনশন চালিয়ে যাবো।

১০০ শয্যা বিশিষ্ট শরীয়তপুর সদর হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক অমিত সেন গুপ্ত ঢাকা পোস্টকে বলেন, রোগী সারাদিনে কিছু না খাওয়ায় অসুস্থ্য হয়ে পড়েছেন। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

 

সংবাদটি লাইক, কমেন্ট ও শেয়ার করুন