Thursday, 22nd May, 2025
Thursday, 22nd May, 2025

শরীয়তপুরে টিসিবির পন্য বিক্রয় উদ্বোধন করলেন জেলা প্রশাসক

শরীয়তপুরে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) পন্য বিক্রয় কার্যক্রম আনুষ্ঠানিক ভাবে শুরু হয়েছে। রোববার দুপুরে জেলা সদরের তুলাসার ইউনিয়ন পরিষদ থেকে টিসিবি পন্য বিক্রয় কার্যক্রম উদ্বোধন করেন শরীয়তপুরের জেলা প্রশাসক মো. পারভেজ হাসান। এই সময় সদর উপজেলা নির্বাহী অফিসার জ্যোতি বিকাশ চন্দ্র, তুলাসার ইউপি চেয়ারম্যান জামাল হোসাইন, ট্যাগ অফিসার মো. ইমাম হোসেন, বিক্রয় প্রতিষ্ঠান নোমান এন্টার প্রাইজের মালিক আজিজুল হক তালুকদারসহ ইউনিয়ন পরিষদের সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

জানাগেছে, প্রথম দিনে তুলাসার ইউনিয়নের ৫৫৭ জন কার্ডধারী সুবিধাভোগী ২ লিটার সয়াবিন তেল, ২ কেজি মশুর ডাল ও ১ কেজি চিনির মূল্য ৪০৫ টাকা পরিশোধ করে টিসিবি পন্য গ্রহণ করতে পারবে।

এই সময় জেলা প্রশাসক বলেন, বাজার মূল্যের চাইতে আনেক কমে এই পন্য সাধারণ মানুষের হতে পৌঁছবে। এতে মানুষের মাঝে স্বস্থি ফিরবে। এর পূর্বেও টিসিবির মাধ্যমে পন্য সরবরাহ করা হয়েছিল। এখন থেকে আবার চলবে।

সংবাদটি লাইক, কমেন্ট ও শেয়ার করুন