Thursday, 22nd May, 2025
Thursday, 22nd May, 2025

বাংলাদেশ ছাত্রলীগের ভুয়া চিঠির মাধ্যমে পেডে নাম লিখে নেতা দাবি করেছেন কিছু অসাধু চক্রঃ

বাংলাদেশ ছাত্রলীগের ভুয়া চিঠির মাধ্যমে ফেসবুকে প্রভাব বিস্তার করে পেডে নাম লিখে নেতা দাবি করেছেন কিছু অসাধু চক্র। বাংলাদেশ ছাত্রলীগের সম্মেলন উপকমিটিতেও তাদের কোনো নাম নাই। এদের মধ্যে রয়েছেন, শহিদুল ইসলাম শাহিন, কাজল দাশ, পার্থ রহমান, এ এম তানবীর হাসান,রাহাত, ইয়াসিন ইভান, শেখ মেহেদী হাসান, আসিফ আল দীপ সহ আরো অনেকে। এরা ছাত্রলীগের পেড ও সই জালিয়াতির মাধ্যমে পদ পজিশন ও নেতা দাবি করেন।

বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি নাহিয়ান খান আল জয়, বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য কে এ ব্যপারে জিজ্ঞাসা করা হলে তারা এ পদ দেন নাই বলে জানান। এ ছাড়াও কেন্দ্রীয় সেলে তাদের নাম নাই বলে জানান।
বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি নাহিয়ান খান আল জয় ও বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য এ পেড কে বাজেয়াপ্ত ঘোষণা করেন। তারা বাংলাদেশ ছাত্রলীগের ভাবমূর্তি নষ্ট ষড়যন্ত্রন করেছেন

প্রতিনিধিঃ আলমগীর হোসেন

সংবাদটি লাইক, কমেন্ট ও শেয়ার করুন