
নোয়াখালীর সুধারামে আধিপত্য বিস্তারের জের ধরে ছাত্রলীগকর্মী নাহিদুল ইসলাম নাহিদ (১৮) কে কুপিয়ে আহত করেছে বিএনপি সমর্থকরা। উপজেলার অশ্বদিয়া ইউনিয়নের আইয়ুবপুরে এ ঘটনা ঘটে।
আহত ছাত্রলীগকর্মী নাহিদের মা জানান, পূর্ব শত্রুতার জের ধরে স্থানীয় বিএনপি সমর্থিত ইউপি মেম্বার রহিমের নেতৃত্বে সাগরসহ বেশ কয়েকজন তাকে কুপিয়ে আহত করে। হামলার ঘটনায় আজ ভোরে আজাদ নামে একজনকে আটক করেছে পুলিশ।
নাহিদুল ইসলাম নাহিদকে শুক্রবার মধ্যরাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আনোয়ারুল ইসলাম জানান, আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের বিরোধ ছিল। এ ঘটনায় শনিবার ভোরে আজাদ নামে একজন আটক করা হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।