
বরিশালের উজিরপুর উপজেলার ইছলাদী টোল প্লাজায় অভিযান চালিয়ে ৬ কেজি গাঁজাসহ এক দম্পতিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। সোমবার সকাল ১০টার দিকে এই অভিযান চালায় তারা।
আটককৃতরা হল বরিশাল নগরীর পলাশপুর এলাকার মানিক মোল্লা (৪০) ও তার স্ত্রী আলেয়া বেগম।
অভিযান পরিচালনাকারী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক ইশতিয়াক হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে সকালে উজিরপুর উপজেলার ইছলাদী টোল প্লাজায় অভিযান চালান তারা। এ সময় একটি মোটরসাইকেলে দুটি ব্যাগ ভর্তি করে গাঁজা নিয়ে যাওয়ার সময় স্বামী-স্ত্রীকে আটক করা হয়। তাদের কাছ থেকে ৬ কেজি গাঁজা উদ্ধার করেন তারা। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে উজিরপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলে তিনি জানান।