
বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) নবনির্বাচিত মেয়র আবুল খায়ের খোকন সেরনিয়াবাতের সহধর্মিণী লিপি আবদুল্লাহ বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রচেষ্টায় আজ বাংলাদেশের নারীরা বিভিন্নভাবে মাথা উঁচু করে ঘুরে দাঁড়িয়েছে। নারীরা নিজেদের যোগ্যতার পরিচয় দিয়ে অনেক এগিয়েছে। চাকরি, ব্যবসা উদ্যোক্তাসহ নানা সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করে নারীরা জানান দিয়েছে, তারা আর পিছিয়ে নেই।
শনিবার সকালে বরিশাল নগরীর বিডিএস মিলনায়তনে বরিশালের সাপ্তাহিক জাগো নারী পত্রিকার নবম বর্ষ উপলক্ষে বিসিসি’র মহিলা কাউন্সিলরদের এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন তিনি।
নতুন মেয়রপত্নী আরও বলেন, মেয়র খোকন সেরনিয়াবাত বিসিসি’র দায়িত্ব গ্রহণ করলে তিনি বরিশালে নারীদের জন্য বিশেষায়িত একটি হাসপাতাল, মহিলা হোস্টেলসহ নগরীর উল্লেখযোগ্য স্থানে গণশৌচাগার নির্মাণ করার জোর প্রচেষ্টা চালিয়ে যাবেন।
পত্রিকারটির সম্পাদক মন্ডলীর সভাপতি এমএম আমজাদ হোসেনের সভাপতিতে এবং সাংস্কৃতিক ব্যক্তিত্ব কাজী সেলিনার সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হক মামুন।
শুভেচ্ছা বক্তব্য রাখেন ইন্ডেপেন্ডেন্ট টেলিভিশনের ব্যুরো প্রধান মুরাদ আহমেদ, আঞ্চলিক দৈনিক আজকের পরিবর্তনের সম্পাদক কাজী মিরাজ, জাগো নারীর উপদেষ্টা ও বেসরকারী উন্নয়ন সংস্থা আভাসের নির্বাহী পরিচালক রহিমা সুলতানা কাজল এবং জাগো নারীর সহকারী সম্পাদক অর্পনা খা।
অনুষ্ঠানে প্রধান অতিথি লুনা আবদুল্লাহ বিসিসি’র নব নির্বাচিত ১০ জন কাউন্সিলরদের হাতে জাগো নারী পত্রিকার পক্ষ থেকে ক্রেস্ট দিয়ে সংবর্ধিত করেন।