Friday, 23rd May, 2025
Friday, 23rd May, 2025

টেকনাফে সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তি নিহত

কক্সবাজারের টেকনাফে সড়ক দুর্ঘটনায় ইকবাল (৪২) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এসময় নুরুল ইসলাম আকন্দ নামে আরও একজন ব্যক্তি আহত হয়েছে। বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে হোয়াইক্যং ইউনিয়নের কাঞ্জর পাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত ইকবাল উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের নয়াপাড়া এলাকার মাস্টার আব্দুল বারীর ছেলে। বিষয়টি নিশ্চিত করেন নিহতের বড়ভাই মাস্টার আব্দুল গফ্ফার।

জানা যায়, বৃহস্পতিবার দুপুরে টেকনাফগামী পিকাপের সঙ্গে সিএনজি চালিত অটোরিকশার সঙ্গে সংঘর্ঘ হয়। এতে ইকবাল নামে এক ব্যক্তির পা বিচ্ছিন্ন হয়ে যায় এবং নুরুল ইসালাম নামে আরেকজন আহত হন। গুরুতর আহত ইকবালকে স্থানীয় প্রত্যক্ষদর্শীদের সহযোগিতায় পুলিশ দ্রুত উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করেন। হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু বরণ করেন।
হোয়াইক্যং হাইওয়ে ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক কাইয়ুম উদ্দিন চৌধুরী জানান, দুর্ঘটনার খবর পেয়ে আমিসহ দ্রুত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে এবং স্থানীয়দের সহযোগিতায় পুলিশ আহতদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করেন। গাড়ি দু’টি জব্দ করা হয়েছে বলেও জানান তিনি।

সংবাদটি লাইক, কমেন্ট ও শেয়ার করুন