Thursday, 22nd May, 2025
Thursday, 22nd May, 2025

চকরিয়ায় দেশীয় তৈরি লম্বা বন্দুক ও কার্তুজসহ যুবক গ্রেফতার

কক্সবাজারের চকরিয়ায় দেশীয় তৈরি লম্বা বন্দুক ও দুই রাউন্ড তাজা কার্তুজসহ নেজাম উদ্দিন (৩০) নামে এক যুবককে গ্রেফতার করেছে থানা পুলিশ।

সোমবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের ডুমখালী প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। নেজাম উদ্দিন ওই ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ড ভিলেজার পাড়ার আবুল খায়েরের ছেলে।
চকরিয়া থানার অফিসার ইনাচর্জ (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নেজাম উদ্দিনকে লস্বা বন্দুক ও কার্তুজসহ গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়েছে।

সংবাদটি লাইক, কমেন্ট ও শেয়ার করুন