Thursday, 22nd May, 2025
Thursday, 22nd May, 2025

সমুদ্র সৈকতে ভেসে এলো রক্তাক্ত মৃত ডলফিন

কক্সবাজারের টেকনাফ সমুদ্র সৈকতে ৫ ফুট লম্বা একটি মৃত ডলফিন ভেসে এসেছে। ডলফিনটি পুরো শরীর রক্তাক্ত ও আঘাতের চিহ্ন ছিল।

সাবরাং ইউনিয়ন পরিষদের এক নম্বর ওয়ার্ডের সদস্য মোহাম্মদ সেলিম জানান, শনিবার বেলা ১১ টার দিকে টেকনাফের সাবরাং ইউনিয়নের বাহারছড়া নৌকা ঘাটে এ ডলফিনটি মৃতাবস্থায় ভেসে আসে।
তিনি জানান, মৃত ডলফিনটি অনুমানিক ৫ ফুট লম্বা। শরীরের আঘাতের চিহ্ন ও রক্তাক্ত অবস্থায় জোয়ারের সময় এটি ভেসে আসে। এটা দেখতে অসংখ্য মানুষ ভিড় করে।

জেলেরা ধারণা করছে, জাহাজের ধাক্কা বা জেলেদের জালে আটকা পড়ে মারা যেতে পারে ডলফিনটি। পরে এটা উপকূলে ভেসে এসেছে। বিকাল পর্যন্ত ডলফিনটি বালিয়াড়ি পড়ে ছিল।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আদনান চৌধুরী বলেন, সৈকতে মৃত ডলফিন ভেসে আসার খবর পেয়ে উদ্ধার করে মাটিতে পুঁতে দেওয়ার জন্য মৎস্য বিভাগ ও বনবিভাগকে দায়িত্ব প্রদান করেছেন।

সংবাদটি লাইক, কমেন্ট ও শেয়ার করুন