Thursday, 22nd May, 2025
Thursday, 22nd May, 2025

তীব্র গরম উপেক্ষা করে চকরিয়ায় বোরো ধান সংগ্রহে ব্যস্ত কৃষকরা

কক্সবাজারের চকরিয়ায় বোরো ধান সংগ্রহ করতে ব্যস্ত সময় পার করছে কৃষকরা। তপ্ত রোদের মধ্যেও বিল থেকে ধান কেটে কাঁধে করে এক জায়গায় নিয়ে স্তুপ করা হচ্ছে। এই রোদেও গরমের কষ্ট ভুলিয়ে দিচ্ছে বাম্পার ফলন।

সরেজমিন দেখা যায়, হারবাং ইউনিয়নের বড়বিল খ্যাত এলাকায় শ্রমিকরা ধান কাটতে ব্যস্ত। এই বিলে ৩০০ দ্রোন ধানি জমি রয়েছে। বেশিরভাগ জমিতে ধান চাষ হয়েছে। ফলনও হয়েছে ভাল।

এবছর পর্যাপ্ত পানি পাওয়ায় আশানুরূপ ফলন হওয়ায় কৃষকরা খুশি।

আবদুর রহমান নামে এক কৃষক বলেন, হারবাং বড় বিল এলাকায় বোরো মৌসুমে বিরি ৭৪, ৬৭, ৮৯ ও ৯২ জাতের ধান চাষ বেশি হয়েছে। আমি ৪ কানি জমিতে এবার ৭৪ প্রজাতির ধান চাষ করেছি। কানি প্রতি সর্বোচ্চ দেড় টন ধান পাওয়া যাবে। আবহাওয়া ভাল থাকায় পোকার আক্রমণও তেমন হয়নি।

তিনি আরো বলেন, বড়বিলের পাশে বরইতলী-মগনামা সড়কের উপর স্তুপ করে রাখা ধান মাড়িয়ে সংগ্রহ করা হবে। পরে এসব ধান শুকিয়ে বাড়িতে নিয়ে গোলা ভর্তি করে সংরক্ষণ করা হবে।

চকরিয়া উপজেলা কৃষি কর্মকর্তা এসএম নাসিম হোসেন বলেন, বোরো মৌসুমে উপজেলায় ফলন ভালো হয়েছে। এবার ধান উৎপাদনে লক্ষ্যমাত্রা অর্জিত হবে। ১৪ হাজার ৬০০ মোট্রক টন উফশী ও ২ হাজার ৮৫০ মেট্রিক টন হাইব্রিড ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

 

সংবাদটি লাইক, কমেন্ট ও শেয়ার করুন