Friday, 23rd May, 2025
Friday, 23rd May, 2025

লোহাগাড়ায় সড়কে বাস উল্টে নিহত ২

চট্টগ্রামের লোহাগাড়ায় সড়ক দুর্ঘটনায় দুজন পিকনিক বাসের যাত্রী নিহত হয়েছেন।  এ সময় বাসের আরও কমপক্ষে ২১ জন যাত্রী আহত হন।

বৃহস্পতিবার দিনগত রাত সাড়ে ৩টায় উপজেলার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের আধুনগর হাজির রাস্তার মাথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন— অভিজিৎ (৩৪) ও সাখাওয়াত ছিদ্দিক (৩৫)। তবে আহতদের পরিচয় পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, কক্সবাজারমুখী দ্রুতগতির সৌদিয়া বাসটি ঘটনাস্থলে পৌঁছলে নিয়ন্ত্রণ হারায়। এর পর মহাসড়কের দক্ষিণ পাশে গাছের সঙ্গে ধাক্কা লাগলে বাসটি সড়কে উল্টে যায়।

এ সময় বাসটির দুজন যাত্রী ঘটনাস্থলে বাসের নিচে পড়ে যায়। স্থানীয়রা তাদের উদ্ধার করে লোহাগাড়া সদরের একটি ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।

দোহাজারী হাইওয়ে পুলিশের এসআই সুমন রহমান জানান, যাত্রীবাহী পিকনিকের বাসটি চট্টগ্রাম থেকে কক্সবাজার যাচ্ছিল। দ্রুতগতির কারণে বাসটি ঘটনাস্থলে পৌঁছলে উল্টে যায়। এ সয়ম দুজন যাত্রী নিহত ও ২১ জন আহত হন। নিহতের লাশ ও গাড়ি উদ্ধার করে হাইওয়ে থানার হেফাজতে রাখা হয়েছে। এ ব্যাপার আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি লাইক, কমেন্ট ও শেয়ার করুন