
পাচারের সময় যশোরের শার্শা উপজেলার বেনাপোলে পুটখালী সীমান্ত থেকে রত্না খাতুন (৩৪) নামে একজনের কাছ থেকে ১ কেজি ১৬৬ গ্রাম ওজনের ১০টি স্বর্ণের বার উদ্ধার করেছে বিজিবি। রবিবার রাতে বেনাপোল পোর্ট থানাধীন পুটখালি সীমান্ত থেকে রত্নাকে আটক করা হয়।
খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানভীর রহমান জানান, পুটখালি গ্রামের আয়না খাতুনের কলাবাগানের মধ্যে ভারতে পাচারের উদ্দেশে বিপুল পরিমাণ স্বর্ণ নিয়ে একজন অবস্থান করছে – এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে স্বর্ণসহ রত্নাকে আটক করা হয়।
উদ্ধারকৃত ১ কেজি ১৬৬ গ্রাম স্বর্ণের আনুমানিক বাজার মূল্য ৮২ লাখ ৩৪ হাজার টাকা। রত্নার বিরুদ্ধে স্বর্ণ চোরাচালান আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হবে বলে জানিয়েছেন খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক।