Friday, 23rd May, 2025
Friday, 23rd May, 2025

ফরিদপুরে প্রতারণা মামলায় ৪ ইউপি মেম্বার জেল হাজতে

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রুপাপাত ইউনিয়নের এক মেম্বারের প্রতারণা মামলায় ৪ জন ইউপি মেম্বারকে জেল হাজতে পাঠিয়েছেন আদালত। রবিবার আদালত তাদের জেল হাজতে পাঠানোর আদেশ দেন। ওই চার ইউপি মেম্বার হলেন, রুপাপাত ইউনিয়নের ১ নং ওয়ার্ডের খন্দকার আইয়ুব আলী মঙ্গল (৪৮), ২ নং ওয়ার্ডের মো. মুনজুরুল ইসলাম (৪০), ৩ নং ওয়ার্ডের রকিবুল বানিস (৩৬), ৪ নং ওয়ার্ডের খুরসিদুল বারি টিটু (৫২)।

জানা যায়, একই ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের ইউপি মেম্বার আওয়াল মোল্যা (৬০) মাস খানেক আগে ফরিদপুর আদালতে ওই চার মেম্বারের নামে ৪২০, ৪০৬ (প্রতারণার) মামলা করেন। ওই প্রতারণা মামলায় রবিবার ফরিদপুরের আদালতে হাজির হলে বিচারক তাদের জেল হাজতে পাঠানোর আদেশ দেন।
রুপাপাত ইউনিয়নের চেয়ারম্যান মো. মিজানুর রহমান চার মেম্বার হাজতে যাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, আওয়াল মেম্বার তাদের নামে আদালতে প্রতারণার মামলা করেন। ওই মামলায় রবিবার তারা হাজির হন আদালতে। এসময় আদালত তাদের জামিন নামঞ্জুর করে জেল হাজতে পাঠানোর আদেশ দেয়।

সংবাদটি লাইক, কমেন্ট ও শেয়ার করুন