দক্ষিণ-পশ্চিম অঞ্চলের একমাত্র ভারি শিল্প প্রতিষ্ঠান ফরিদপুর সুগার মিলস্ লিমিটেডের (৪৯ তম) ২০২৪-২৫ মৌসুমের আখ মাড়াই মৌসুম শুরু হয়েছে। শুক্রবার বিকাল ৪টার দিকে ফরিদপুর চিনিকলের ডোঙায় আখ ফেলে আখ মাড়াই মৌসুমের উদ্বোধন করা হয়। এসময় প্রধান অতিথিকে সাথে উপস্থিত সকল পর্যায়ের নেতাকর্মী এবং কর্মকর্তারা ডোঙায় আখ নিক্ষেপের মধ্যদিয়ে মাড়াই মৌসুমের সূচনা করেন।
ফরিদপুর চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক মোঃ সাইফুল্লাহ এর সভাপতিত্বে উদ্ভোধনী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএসএফআইসি সদর দপ্তরের পরিচালক (বাণিজ্যিক) আজহারুল ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার মধুখালী সার্কেল মোঃ ইমরুল হাসান, উপজেলা বিএনপির সভাপতি রাকিব হোসেন চৌধুরি, মধুখালী উপজেলা জামাতে আমির আলিমুজ্জামান, চিনিকল শ্রমজীবী ইউনিয়নের সভাপতি মোঃ শাহিন মিয়া, সভাপতি শাহিন মিয়া, আঁখচাষী কল্যানের সভাপতি মোঃ শফিকুল ইসলাম খান প্রমূখ।
পরে অনুষ্ঠানে মিলাদ ও দোয়া পরিচালনার মধ্যদিয়ে ২০২৪-২০২৫ মৌসুমের আঁখ মাড়াই কার্যক্রম শুরু করা হয়। এসময় দোয়া পরিচালনা করেন মাওলানা মোহাম্মদ ওবায়েদ বিন নাসের। সবশেষে জেলার শ্রেষ্ঠ আঁখ চাষিদের মাঝে আর্থিক অনুদান ও সনদ বিতরন করা হয়।