Thursday, 22nd May, 2025
Thursday, 22nd May, 2025

ফরিদপুরে নদীতে দেখা মিলল কুমিরের!

ফরিদপুরের চরভদ্রাসনে গাজীরটেক ইউনিয়নের কুমার নদীতে দেখা মিলেছে কুমিরের। বুধবার বিকালের দিকে ব্যাপারী ডাঙ্গী গ্রামে লোকমান মাতুব্বরের বাড়ির কাছে দেখা যায় কুমিরটি। সন্ধার পরে এ ঘটনা জানাজানি হলে চরভদ্রাসন থানা পুলিশ স্থানটি পরিদর্শন করে।

সরেজমিনে রাত ১১টার দিকে বেপারীডাঙ্গী গ্রামে গিয়ে দেখা যায় লোকমান মাতুব্বরের বাড়ির কাছে একটি বাঁশের সাঁকোর নিচে কুমিরটি অবস্থান করছে। ১০ মিনিট ১৫ মিনিট পরপর ভেসে উঠে আবার পানিতে ডুব দিচ্ছে কুমিরটি।
ওই গ্রামের বাসিন্দা মালেক মন্ডলের ছেলে রাসেল মন্ডল বলেন, সন্ধ্যার পর কুমিরের বিষয়টি জানাজানি হয় এবং এশার আজানের পর মাইকে কুমিরের বিষয়ে এলাকাবাসীকে সতর্ক করা হয়।

ওই গ্রামের বাসিন্দা সাবেক উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মো. কাউসার বেপারী বলেন, কুমিরের খবর পেয়ে তিনি প্রশাসনকে বিষয়টি জানিয়েছেন।

চরভদ্রাসন থানার উপ-পরিদর্শক রাকিব হোসেন বলেন, কুমিরের খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। কুমিরটি দেখতে পেয়ে সেখানে প্রায় এক ঘণ্টা অবস্থান করি। এলাকাবাসীকে সতর্ক করে এসেছি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানালে তারা দ্রুত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান।

সংবাদটি লাইক, কমেন্ট ও শেয়ার করুন