Thursday, 22nd May, 2025
Thursday, 22nd May, 2025

বরিশালে দোল উৎসবে তরুণ-তরুণীদের উচ্ছ্বাস

বরিশাল এই প্রথম বড় পরিসরে সনাতন ধর্মাবলম্বীদের দোল পূর্ণিমা উৎসবের আয়োজন করা হয়েছে। দোল উৎসব উপলক্ষ্যে তরুণ-তরুণীরা রং খেলায় মেতে উঠে। প্রায় ১৫০০ নারী-পুরুষ রেজিস্ট্রেশন করে অংশ নেয় এই দল উৎসবে।

নগরীর শংকর মঠ পূজা উদযাপন কমিটির আয়োজনে আজ সোমবার সকাল ১০ টা থেকে দোল উৎসবের রং খেলা শুরু হয়। দোল উৎসবে অংশ নিতে পেরে খুশি তরুণ-তরুণীরা। ধর্মবর্ণ নির্বিশেষে সবাই অংশ নেয় এই দোল উৎসবে। এতে শত শত তরুণ-তরুণী রং খেলায় মেতে ওঠেন।
বরিশাল শংকর মঠ পূজা উদযাপন পরিষদ সাধারন সম্পাদক তন্ময় তপু বলেন, মন্দিরের মাঠের দুই ভাগে নারী ও পুরুষের জন্য আলাদাভাবে দোল উৎসব উপভোগ করার জন্য ব্যবস্থা করা হয়। দোল উৎসব সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সকল ব্যবস্থা নেয় কমিটি। কমিটির দাবি দেশের সবচাইতে বড় দোল উৎসব এবার বরিশালে হয়েছে।

সংবাদটি লাইক, কমেন্ট ও শেয়ার করুন