Saturday, 24th May, 2025
Saturday, 24th May, 2025

ভারতকে বিধ্বস্ত করে গ্রুপ সেরা হয়ে সেমিতে বাংলাদেশ

সাফ নারী চ্যাম্পিয়নশিপের ম্যাচে ভারতকে উড়িয়ে দিয়ে গ্রুপ সেরা বাংলাদেশ। নেপালের কাঠমান্ডুতে ভারতের বিপক্ষে গ্রুপপর্বের শেষ ম্যাচে ভারতকে ৩-০ গোলে হারায় লাল সবুজের দল।

আগামী শুক্রবার ফাইনালে ওঠার লড়াইয়ে ‘বি’ গ্রুপের রানার্সআপ ভুটানের মুখোমুখি হবে বাংলাদেশ।

মঙ্গলবার নেপালের দশরথ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের প্রথমার্ধ শেষে বাংলাদেশ ২-০ গোলে এগিয়ে যায়।

খেলার ১২ মিনিটে সিরাত জাহান স্বপ্নার গোলে বাংলাদেশ ১-০তে এগিয়ে যায়। দশ মিনিট পরই ব্যবধান দ্বিগুণ করেন কৃষ্ণা রানী সরকার। প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় বাংলাদেশ।

বিরতি থেকে ফিরে ৫৩ মিনিটে দলের হয়ে তৃতীয় এবং নিজের দ্বিতীয় গোল করেন সিরাত জাহান স্বপ্না। এরপর আর কোনো গোল না হওয়ায় ৩-০ ব্যবধানে জয় নিশ্চিত করে মাঠ ছাড়ে বাংলাদেশ।

সংবাদটি লাইক, কমেন্ট ও শেয়ার করুন