Thursday, 22nd May, 2025
Thursday, 22nd May, 2025

রিয়ালে এমবাপ্পের রাজকীয় বরণ

সান্তিয়াগো বার্নাব্যুতে কিলিয়ান এমবাপ্পেকে রাজকীয়ভাবে বরণ করে নিয়েছে রিয়াল মাদ্রিদ।

টানেলের সিঁড়ি ভেঙে উপড়ে উঠতেই গর্জনে এমবাপ্পেকে স্বাগত জানায় রিয়াল ফ্যানরা। স্লোগানও ওঠে তার নামে।
এমবাপ্পে সমর্থকদের উদ্দেশে বলেছেন, ‘এখানে আসতে পেরে অবিশ্বাস্য লাগছে। অনেক বছর ধরেই রিয়ালে খেলার স্বপ্ন দেখেছি, আজ সেই স্বপ্ন সত্যি। সুখী লাগছে।’

এসময় রিয়াল সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজকে ধন্যবাদ জানান এমবাপ্পে।

পিএসজিতে সাত মৌসুম খেলেছেন এমবাপ্পে। তিনি বলেন, ‘শৈশব থেকে একটি স্বপ্নই দেখেছি এবং এখানে আসতে পারাটা আমার জন্য অনেক কিছু। এখন আমার সামনে আরেকটি স্বপ্ন। এই ক্লাবের ইতিহাসের অংশ হতে চাই।’

এসময় রিয়ালের জন্য নিজের জীবন উৎসর্গ করার কথাও বলেন ২৫ বছর বয়সী ফরাসি ফরোয়ার্ড।

মঞ্চে কথা বলা শেষে মাঠে নামেন এমবাপ্পে। ফুটবল নিয়ে দেখান কসরত। কয়েকটি বল পাঠান গ্যালারিতে।

সংবাদটি লাইক, কমেন্ট ও শেয়ার করুন