Saturday, 24th May, 2025
Saturday, 24th May, 2025

প্রীতি ম্যাচের প্রাথমিক দলে আছেন যারা

ফিফার দুটি প্রীতি ম্যাচকে সামনে রেখে বৃহস্পতিবার ২৭ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

দলে একমাত্র নতুন মুখ শাহরিয়ার ইমন। ফিরেছেন সোহেল রানা। পাসপোর্ট না থাকায় এশিয়ান কাপের দলে ছিলেন না এই মিডফিল্ডার। ২২ সেপ্টেম্বর কম্বোডিয়া ও ২৯ সেপ্টেম্বর নেপালের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ।

কম্বোডিয়া ও নেপালের বিপক্ষে দুটি ফিফা প্রীতি ম্যাচকে সামনে রেখে বৃহস্পতিবার প্রাথমিক দলে ২৭ জনকে ডেকেছেন কোচ। তাদের মধ্যে সর্বাধিক ১২ জন বসুন্ধরা কিংসের ফুটবলার। সাইফ স্পোর্টিং ক্লাবের দ্বিতীয় সর্বোচ্চ চারজন, ঢাকা আবাহনী ও শেখ রাসেলের তিনজন করে, শেখ জামালের দুজন এবং মোহামেডান, চট্টগ্রাম আবাহনী ও পুলিশের একজন করে খেলোয়াড় ডাক পেয়েছেন।

জামাল ভূঁইয়া ও তারিক কাজী ডেনমার্ক ও ফিনল্যান্ডে। তারা শুক্রবার ঢাকায় ফিরবেন। প্রিমিয়ার লিগে প্রথম খেলতে এসে জাতীয় দলে জায়গা করে নিয়েছেন সেনাবাহিনীর শাহরিয়ার। ঘরোয়া ফুটবলে তিনি খেলছেন মোহামেডানের হয়ে।

এশিয়ান কাপ বাছাইয়ের দল থেকে বাদ পড়েছেন মেরাজ হাসান, পাপন সিং, জাফর ইকবাল ও মাহবুবুর রহমান সুফিল। আবাসিক ক্যাম্প শুরু হবে শুক্রবার উত্তরার পুলিশ ফুটবল মাঠে। ফুটবলারদের থাকার ব্যবস্থা করা হয়েছে উত্তরার একটি হোটেলে। এদিন সন্ধ্যায় ম্যানেজার ইকবাল হোসেনের কাছে খেলোয়াড়দের রিপোর্ট করতে বলা হয়েছে।

গোলকিপার : আনিসুর রহমান জিকো, মাহফুজ হাসান, আশরাফুল ইসলাম রানা ও মো. নাইম।

রক্ষণভাগ : ইয়াসিন আরাফাত, বিশ্বনাথ ঘোষ, তারিক কাজী, রিমন হোসেন, টুটুল হোসেন বাদশা, রিয়াদুল হাসান, রহমত মিয়া, রায়হান হাসান ও ইসা ফয়সাল।

মধ্যমাঠ : সোহেল রানা, আতিকুর রহমান ফাহাদ, মাসুক মিয়া জনি, বিপলু আহমেদ, মোহাম্মদ ইব্রাহিম, রাকিব হোসেন, জামাল ভূঁইয়া, হেমন্ত বিশ্বাস, ফয়সাল আহমেদ ফাহিম ও সোহেল রানা-২।

আক্রমণভাগ : সুমন রেজা, মতিন মিয়া, সাজ্জাদ হোসেন ও শাহরিয়ার ইমন।

সংবাদটি লাইক, কমেন্ট ও শেয়ার করুন