Saturday, 24th May, 2025
Saturday, 24th May, 2025

এবার হোয়াইটওয়াশের শঙ্কায় বাংলাদেশ

জিম্বাবুয়েকে সাম্প্রতিক বছরগুলোতে বলে-কয়েই হারাত বাংলাদেশ। অথচ এবারের জিম্বাবুয়ের সফরে খুবই নাজেহাল অবস্থায় পড়েছে টাইগাররা।

তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-১ ব্যবধানে হারা বাংলাদেশ রোববার দ্বিতীয় ওয়ানডেতে পরাজয়ের মধ্য দিয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজও হাতছাড়া করে।

প্রথম ম্যাচে ৩০৩ রান করেও হার এড়াতে পারেনি তামিম ইকবালের নেতৃত্বাধীন দলটি।

রোববার সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে আগে ব্যাট করতে নেমে ৯ উইকেটে ২৯০ রান করে বাংলাদেশ।

টার্গেট তাড়া করতে নেমে সিকান্দার রাজা ও রেজিস চাকাভার জোড়া সেঞ্চুরিতে ভর করে ১৫ বল আগেই ৫ উইকেটের জয় নিশ্চিত করে স্বাগতিক জিম্বাবুয়ে।

আগামী বুধববার হারারে স্পোর্টস ক্লাবে সিরিজের শেষ ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ-জিম্বাবুয়ে। সেই ম্যাচে হার এড়াতে না পারলে হোয়াইটওয়াশ হবে টাইগাররা।

সংবাদটি লাইক, কমেন্ট ও শেয়ার করুন