
শনিবার বাংলাদেশ সময় বিকাল ৫টায় জিম্বাবুয়ের হারারে স্পোর্টিং ক্লাব মাঠে স্বাগতিকদের বিপক্ষে টি-টোয়েন্টি ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ।
তিন ম্যাচের এ টি-টোয়েন্টি সিরিজ শুরুর আগের দিন শুক্রবার আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে আসেন বাংলাদেশ দলের অধিনায়ক নুরুল হাসান সোহান।
তিনি বলেন, জিম্বাবুয়েকে তাদের মাটিতে হারাতে আমাদের সেরা খেলা খেলতে হবে। এটা চ্যালেঞ্জিং। অবশ্যই আমরা যতটা সম্ভব ম্যাচ জিততে চাই।
সোহান আরও বলেন, সব ম্যাচ জিতলে ভালো হবে। তাই আমরা ম্যাচ বাই ম্যাচ নিয়ে এগোব। গুরুত্বপূর্ণ বিষয় হলো সিরিজের শুরুটা ভালো করা।