
ককটেল বোমা ও দেশিয় অস্ত্রসহ ডাকাত দলের দুইজন ডাকাত আটক।
গোপালগঞ্জের কাশিয়ানীতে ককটেল বোমা ও দেশীয় অস্ত্রসহ আন্ত:জেলা ডাকাত দলের দুইজনকে আটক করেছে পুলিশ।
সোমবার ভাটিয়াপাড়া হাইওয়ে থানা পুলিশ ঢাকা- খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার পোনা নামক স্থানে একটি মিনি পিক-আপের গতিরোধ করে।
গাড়ীর ফিটনেসের কাগজপত্র দেখতে চাইলে তাদের আচরণ সন্দেহজনক মনে হয়।পরবর্তীতে পিকআপের পিছনের অংশ তল্লাশি করে সাতটি ককটেল বোমা,একটি রড কাটার যন্ত্র ও দুটি রামদা সহ ডাকাতি কার্যে ব্যবহৃত অন্যান্য সরঞ্জাম উদ্ধার করা হয়।
গাড়ীতে থাকা ডাকাত দলের সাত সদস্যের মধ্যে পাঁচজন দৌড়ে পালিয়ে যায়। এসময় পুলিশ ঢাকা কদমতলীর মো.হাসান ও ভোলার মৌলভীর হাট এলাকার দুই জনকে আটক করতে সক্ষম হয়।
বিষয়টি নিশ্চিত করে ভাটিয়াপাড়া হাইওয়ে থানা অফিসার ইনচার্জ আবুল মজুমদার জানান -ডাকাত দলের দুই সদস্য ও জব্দকৃত মালামাল কাশিয়ানী থানায় হস্তান্তর করা হয়েছে।