Friday, 23rd May, 2025
Friday, 23rd May, 2025

টঙ্গীতে পাঁচ দিনব্যাপী জোড় ইজতেমার প্রস্তুতি চলছে

রাজধানীর সন্নিকটে টঙ্গীর তুরাগ নদের তীরে এগিয়ে চলছে জোড় ইজতেমার প্রস্তুতি। আগামী ১৩ অক্টোবর শুক্রবার পাঁচ দিনব্যাপী জোড় ইজতেমা শুরু হবে। এরপর ১৭ অক্টোবর মঙ্গলবার আখেরী মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে জোড় ইজতেমা। এই জোড় ইজতেমায় ঢাকা জেলার তাবলীগ জামাতের লাখ লাখ মুসল্লি অংশগ্রহণ করবেন।

পাঁচ দিনব্যাপী এই ইজতেমায় ইমান, আমলসহ ৬ উসূল সম্পর্কে দেশ বিদেশী শীর্ষ মুরব্বীরা বয়ান করেন। এছাড়া মুসল্লিদের উদ্দেশ্যে ইজতেমার গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরা হবে।
জোড় ইজতেমায় আগত মুসল্লিদের সেবা সম্পর্কে গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র জায়েদা খাতুন বলেন, জোড় ইজতেমায় আগত মুসল্লিদের সেবায় সিটি কর্পোরেশনের পক্ষ থেকে মুসল্লিদের সেবার সব ধরনের সহযোগিতা থাকবে।

সংবাদটি লাইক, কমেন্ট ও শেয়ার করুন