
গাজীপুরের কালিয়াকৈরে পল্লী বিদ্যুৎ এলাকায় রাস্তা পারাপারের সময় এক পথচারী কাভার্ডভ্যান চাপায় নিহত হয়েছে।
নিহত পথচারী গোপালগঞ্জ জেলার মুকসুদপুর থানার গাবিন্দপুর এলাকার মৃত আকমাল ফকিরের ছেলে আব্দুল কুদ্দুস (৪৫)।
পুলিশ সূত্রে জানা গেছে, কালিয়াকৈর উপজেলার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পল্লী বিদ্যুৎ এলাকায় বৃহস্পতিবার রাতে রাস্তা পারাপারের সময় টাঙ্গাইল গ্রামে একটি কাভার্ডভ্যানের চাপায় আব্দুল কুদ্দুস নামে এক পথচারী নিহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ ওই নিহত লাশটি উদ্ধার করেন। কাভার্ডভ্যান চালক পালিয়ে যায়। তবে কাভার্ডভ্যানটি জব্দ করা হয়েছে।
নাওজোড় হাইওয়ে থানার ওসি আতিকুর রহমান জানান, রাস্তা পারাপারের সময় এক পথচারী নিহত হয়েছে। আবেদনের প্রেক্ষিতে তার পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।