
গোপালগঞ্জে বেপরোয়া গতিতে গাড়ি চালিয়ে পুলিশ সদস্যকে হত্যা চেষ্টা মামলার অন্যতম আসামীকে গ্রেফতার করেছে র্যাব-৮, সিপিসি-৩ মাদারীপুর ক্যাম্প ও র্যাব-৬ এর আভিযানিক দল
১। “বাংলাদেশ আমার অহংকার” এই শ্লোগান নিয়ে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠালগ্ন থেকে বিভিন্ন ধরনের অপরাধীদের গ্রেফতারের ক্ষেত্রে জোড়ালো ভূমিকা পালন করে আসছে। র্যাবের সৃষ্টিকাল থেকে অবৈধ অস্ত্র, গোলাবারুদ উদ্ধার, চাঁদাবাজ, সন্ত্রাসী, খুনী, ছিনতাইকারী, অপহরণকারী এবং প্রতারকদের গ্রেফতার করে সাধারণ জনগণের মনে আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। এছাড়াও মাদকের ভয়াল বিস্তার রোধকল্পে র্যাবের নিয়মিত আভিযানিক কার্যক্রমের মাধ্যমে মাদকের চোরাচালান, চোরাকারবারী, চোরাচালানের রুট, মাদকম্পট চিহ্নিত করে তাদের গ্রেফতারসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
২। গত ০৯ ফেব্রæয়ারি ২০২৫ বেলা আনুমানিক ১৫.০০ ঘটিকার সময়ে গোপালগঞ্জ জেলার কাশিয়ানী থানাধীন পোনা বালুরমাঠ সংলগ্ন ঢাকা-খুলনা মহাসড়কের উপর খুলনাগামী লেনে পুলিশ নিয়মিত চেকপোস্ট ডিউটি করাকালীন হাইওয়ে পুলিশের ব্যবহৃত স্পিডগান মেশিনের মাধ্যমে একটি প্রাইভেটকারের অতিরিক্ত গতি ধরা পড়লে ডিউটিরত পুলিশ টহলের একজন সদস্য গাড়িটিকে থামানোর সিগন্যাল দিলে প্রাইভেটকারের অজ্ঞাতনামা চালক গাড়ির গতি হালকা থামিয়ে ডিউটিরত পুলিশ সদস্যদের অকথ্য ভাষায় গালি-গালাজ করাসহ বিভিন্ন হুমকি ধামকি দিয়ে সরকারি কাজে বাধাপ্রদানসহ হত্যার উদ্দেশ্যে দ্রæত ও বেপরোয়া গতিতে নিয়ন্ত্রনহীনভাবে গাড়ি চালিয়ে কর্তব্যরত একজন পুলিশ সদস্যকে চাপা দিয়ে ডান পা ভাঙ্গাসহ মাথায় রক্তাক্ত জখম করে গাড়িসহ দ্রæত ঘটনাস্থল ত্যাগ করে। পরবর্তীতে গুরুতর আহত অবস্থায় উক্ত পুলিশ সদস্যকে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে গেলে তার অবস্থা আশংকাজনক বিবেচনায় কর্তব্যরত ডাক্তার উন্নত চিকিৎসার জন্যে ঢাকা মেডিকেল কলেজে প্রেরণ করেন। উক্ত ঘটনায় ডিউটিরত অন্যান্য পুলিশ সদস্য ও স্থানীয়দের ধাওয়া খেয়ে প্রাইভেটকারের চালক ঘটনাস্থলের কিছু সামনে একটি খালি জায়গায় গাড়ি রেখে পালিয়ে যায়। পরবর্তীতে র্যাব-৮, সিপিসি-৩ মাদারীপুর ক্যাম্প এবং র্যাব-৬, ভাটিয়াপাড়া ক্যাম্প এর যৌথ আভিযানিক দল উক্ত ঘটনায় জড়িত আসামীকে গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রাখে।
৩। এরই ধারাবাহিকতায় অদ্য ২৫ ফেব্রæয়ারি ২০২৫ সকাল ০৭.২০ ঘটিকায় র্যাব-৮, সিপিসি-৩, মাদারীপুর ক্যাম্প ও র্যাব-৬, ভাটিয়াপাড়া ক্যাম্পের যৌথ আভিযানিক দল আসামী মোঃ লালমিয়া (মামুন (৪৭), পিতা-মোঃ জহুর উদ্দিন মোল্যা, সাং-পূর্ব সন্ন্যাসিরচর, থানা-শিবচর, জেলা-মাদারীপুর’কে মাদারীপুর জেলার শিবচর থানাধীন মাতবরচর ইউনিয়নের বাখেরকান্দি এলাকা থেকে গ্রেফতার করে।
৪। পরবর্তীতে উক্ত আসামীকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গোপালগঞ্জ জেলার কাশিয়ানী থানায় হস্তান্তর করা হয়।