Thursday, 22nd May, 2025
Thursday, 22nd May, 2025

প্রধানমন্ত্রীর জনসভা উপলক্ষে ভাঙ্গা এখন মিছিলের শহর

প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা এমপির জনসভা উপলক্ষে ভাঙ্গা পৌর শহর এখন মিছিলের শহরে পরিণত হয়েছে।
মঙ্গলবার সকাল ৭ টার পর থেকেই বিভিন্ন এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল ভাঙ্গা পৌরসভার ডা. কাজী আবু ইউসুফ স্টেডিয়াম অভিমুখে। মিছিল যেনো জনস্রোত।

আজ দুপুরে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা এমপি প্রধান অতিথি হিসেবে ভাঙ্গা পৌরসভার ডা. কাজী আবু ইউসুফ স্টেডিয়ামে ফরিদপুর জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আব্দুর রহমান বলেন, আজ ভাঙ্গায় ঐতিহাসিক জনসভা হবে। লাখ লাখ লোকের সমাগম হবে। ফরিদপুর অঞ্চলের মানুষ আজকের দিনটির জন্য অপেক্ষায় ছিলো জাতির পিতার কন্যা শেখ হাসিনাকে বরণ করার জন্য।

সংবাদটি লাইক, কমেন্ট ও শেয়ার করুন