Friday, 23rd May, 2025
Friday, 23rd May, 2025

আওয়ামী লীগ নেতা হত্যায় ৬ জনের মৃত্যুদণ্ড

ময়মনসিংহের ত্রিশালে আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিন মাস্টার হত্যা মামলায় ৬ জনকে মৃত্যুদণ্ড ও ২ জনকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। এছাড়াও মৃত্যুদণ্ড প্রাপ্তদের ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়েছে। অন্যদিকে যাবজ্জীবন সাজাপ্রাপ্তদের ২০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেযা হয়।

বৃহস্পতিবার ময়মনসিংহের অতিরিক্ত জেলা দায়রা জজ ২য় আদালতের বিচারক সাবরিনা আলী এই রায় ঘোষণা করেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলো মোবারক হোসেন, তোফাজ্জল হোসেন, তার ছেলে সোহাগ, রুবেল, সেলিম ও মো. ইদ্রিছ। আর মোফাজ্জল হোসেন ও দুলাল উদ্দিন নামের দুইজনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেয়া হয়।
মামলার বিবরণে জানা যায়, ২০১৮ সালের ৪ জুলাই রাতে ত্রিশাল উপজেলার মঠবাড়ী ইউনিয়নের ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও খাগাটি জামতলী মাদ্রাসার সহকারী শিক্ষক বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিন (৬৫) মাছের ফিসারিতে রাত্রি যাপনের জন্য বাড়ি থেকে বেরিয়ে যান।
পরদিন ভোরে ফিসারির পানিতে গলা কাটা লাশ ভাসতে দেখা যায়। এ ঘটনায় ছেলে মাহমুদুল হাসান মামুন অজ্ঞাতনামাদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। তদন্ত শেষে পুলিশ ৮ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে। পরে আদালত ২৫ জনের সাক্ষ্য গ্রহণ শেষে বিচারক ওই রায় ঘোষণা করেন।

সংবাদটি লাইক, কমেন্ট ও শেয়ার করুন