Thursday, 22nd May, 2025
Thursday, 22nd May, 2025

ভবন থেকে রড পড়ে একজনের মৃত্যুর ঘটনায় মামলা

ঢাকায় মসজিদে নামাজ পড়তে যাওয়ার সময় পথে নির্মাণাধীন ভবন থেকে রড পড়ে একজনের নিহতের ঘটনায় ৫৫ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। রবিবার রাজধানীর মোহাম্মদপুর থানায় এই মামলা করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) আজিজুল হক।

তিনি গণমাধ্যমে বলেন, শনিবার রাতে মোহাম্মদপুরের সাত মসজিদ রোডে নির্মাণাধীন ভবনের কলাম ভেঙে মাথায় পড়ে নিহত হন এক পথচারী। সেসময় কদরের নামাজ পড়তে যাচ্ছিলেন তিনি। সেই ঘটনায় এই মামলা করা হয়েছে।
মামলায় ১৩ জনের নাম উল্লেখ করা হয়েছে। বাকিগুলো অজ্ঞাতনামা ৫০-৫৫ জন।

ওই দিন রাতে মোহাম্মদপুর সাত মসজিদ হাউজিংয়ের সামনে এই ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় হাসান নামের পথচারীকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আনা হয়। পরে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

সংবাদটি লাইক, কমেন্ট ও শেয়ার করুন