Thursday, 22nd May, 2025
Thursday, 22nd May, 2025

বায়তুল মোকারমের দক্ষিণ গেটে আওয়ামী লীগের শান্তি সমাবেশ

রাজধানীর বায়তুল মোকারমের দক্ষিণ গেটে ক্ষমতাসীন আওয়ামী লীগের শান্তি ও উন্নয়ন সমাবেশ চলছে। ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ যৌথভাবে এ শান্তি সমাবেশ আয়োজন করেছে।

সরকার বিরোধী আন্দোলন রাজনৈতিকভাব প্রতিহত করতে জমায়েত কর্মসূচি দিয়ে রাজপথে থাকার ঘোষণা দিয়েছে ক্ষমতাসীনরা। এরই অংশ শনিবার এ সমাবেশের আয়োজন করা হয়।
সমাবেশের ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের বিভিন্ন থানা, ওয়ার্ড থেকে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের হাজার হাজার নেতাকর্মী সমর্থকরা অংশ নিয়েছেন।

ইতোমধ্যে সমাবেশস্থলে ব্যাপক জনসমাগম ঘটেছে এবং বিভিন্ন এলাকা থেকে একের পর এক মিছিল আসছে। সমাবেশে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা উপস্থিত রয়েছেন। তারা বক্তব্য দেবেন।

সমাবেশে সভাপতিত্ব করছেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান।

সংবাদটি লাইক, কমেন্ট ও শেয়ার করুন