‘স্মৃতির অবগাহনে ফিরে চল শৈশবে’- এ প্রতিপাদ্যকে সামনে রেখে শরীয়তপুরে এসএসসি ৯৮ ব্যাচের২৫ বছর পূর্তি উপলক্ষে রজতজয়ন্তী উদযাপিত হয়েছে।
শুক্রবার (৩ ফেব্রুয়ারী) সকাল ৯ টায় শহরের পালং তুলাসার মডেল সরকারি প্রাথমিক মাঠ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পালং তুলাসার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এসে শেষ হয়।
এ সময় শোভাযাত্রায় জেলার বিভিন্ন উচ্চ বিদ্যালয়ের প্রায় সাড়ে চার শতাধিক সাবেক শিক্ষার্থীরা অংশ নেন। শোভাযাত্রা শেষে এসএসসি ৯৮ রজতজয়ন্তী উদযাপন পর্ষদের আয়োজনে স্কুলের তৎকালীন শিক্ষকদের সম্বর্ধনা দেয়া হয়।অনুষ্ঠানে শিক্ষকদের ফুল দিয়ে বরণ করার পাশাপাশি সবাইকে ‘টোকেন অব রেস্পেক্ট’ নামে উপহার প্যাক দেওয়া হয়। ২৫ বছর আগের স্মৃতি স্মরণে শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।
দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানে বিশেষ আয়োজন হিসেবে সাংস্কৃতিক অনুষ্ঠান, বাচ্চাদের জন্য বিভিন্ন রাইডস, র্যাফেল ড্র ও সৌজন্য পুরস্কারের আয়োজন করা হয়।
রজতজয়ন্তী উদযাপন পর্ষদের আয়োজকরা জানান, দীর্ঘ ২৫ বছর পর এ দিনটিকে পালন করতে নানাবিধ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা বন্ধু ও তাদের পারিবারিক উপস্থিতি অনুষ্ঠানকে অনেক বেশি প্রাণবন্ত করেছে। ২৫ বছর পূর্তি উপলক্ষে ভাষার মাসকেই আমরা বেছে নিয়েছি। কর্মব্যস্ততার কারণে সবাই বিভিন্ন জায়গায় থাকে, আজকের এমন একটি অনুষ্ঠানের মাধ্যমে সবাই এক হতে পেরে খুব ভালো লাগছে। আগামীতেও আমরা এমন আয়োজনে সবাইকে পাশে চাই।
অনুষ্ঠানের আহবায়ক শেখ মোস্তফা খোকনের সভাপতিত্বে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাষা সৈনিক জালাল আহমেদ, আব্দুর রব মুন্সী আঙ্গুরী উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ও আওয়ামী লীগের সভাপতি ও পৌরসভার মেয়র সাবেক উপস্থিত ছিলেন। এছাড়া জেলার সম্মানিত শিক্ষক উপস্থিত ছিলেন।