Thursday, 22nd May, 2025
Thursday, 22nd May, 2025

শরীয়তপু‌রে কানাডা প্রবাসীর আ‌য়োজ‌নে এতিহ্যবাহী নৌকা বাইচ প্রতি‌যোগিতা

শরীয়তপু‌রে অনু‌ষ্ঠিত হ‌য়ে‌ছে কানাডা প্রবাসীর আ‌য়োজ‌নে এতিহ্যবাহী নৌকা বাইচ প্রতি‌যোগিতা |আবহমান গ্রামবাংলার নদ-নদীতে ঐতিহ্যবাহী  খেলা নৌকা বাইচ। এই প্রতিযোগিতা উপভোগ করতে শরীয়তপু‌রের কৃ‌তির্নাশা নদের তীরে জনস্রোতে পরিনত হয়। নারী-পুরুর, যুবক-যুবতীসহ নানা বয়ষের মানুষেরা নদীর দুই পাড়ে ভীর ক‌রে।

জানা গে‌ছে, শরীয়তপুর সদর উপ‌জেলার বি‌নোদপুর সু‌বেদার কা‌ন্দি গ্রা‌মে কৃ‌তির্নাশা নদী‌তে কানাডা প্রবাসী আতাউর রহমান খান স্পো‌টিং ক্লা‌বের উ‌দ্দে‌গ্যে এতিহ্যবাহী বিশাল নৌকা বাইচ প্রতি‌যো‌গিতা অনু‌ষ্ঠিত হ‌য়ে‌ছে। গতকাল বিকা‌লে ৯‌টি নৌকা ‌বাচা‌রী দি‌য়ে সে‌মি ফাইনাল ও শুভ উদ্বোধনী প্রতি‌যো‌গিতা অনু‌ষ্ঠিত হয়। আগামী ৯ সেপ্টেম্বর ফাইনাল খেলা নৌকা বাইচ প্রতি‌যো‌গিতা অনু‌ষ্ঠিত হবে। এসময় উপ‌স্থিত ছি‌লেন আ‌য়োজক ক‌মি‌টির সদস‌্য সহ বি‌ভিন্ন এলাকা থে‌কে আগত লা‌খো দর্শক।

সংবাদটি লাইক, কমেন্ট ও শেয়ার করুন