
পাকিস্তানের প্রধান নির্বাচক মোহাম্মদ ওয়াসিম বলেছেন, ভারত বিলিয়ন ডলারের দল। তবে আমরা গত বছরে টি-টোয়েন্টি বিশ্বকাপের মতো এবারো এশিয়া কাপে তাদের হারিয়ে দেখিয়ে দিয়েছি। আমরা প্রমাণ করেছি বাবর আজমের নেতৃত্বাধীন এ দলটি জিততে সক্ষম।
সদ্য শেষ হওয়া এশিয়া কাপে ভারতের মতো শক্তিশালী দলকে হারিয়ে টুর্নামেন্ট থেকেই বিদায় করে দেয় পাকিস্তান। আসরে দুর্দান্ত ক্রিকেট খেলেও ফাইনালে শ্রীলংকার বিপক্ষে হেরে কঠোর সমালোচনার মুখে পড়ে যায় পাকিস্তান।
১৭ বছর পর পাকিস্তান সফরে ইংল্যান্ড ক্রিকেট দল। সফরে সাত ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে ইংলিশরা। মঙ্গলবার করাচিতে প্রথম ম্যাচের মধ্য দিয় সফরের আনুষ্ঠানিকতা শুরু হবে।
ইংল্যান্ডের বিপক্ষে দল ঘোষণার পর রোববার করাচিতে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে পাকিস্তান ক্রিকেট দলের প্রধান নির্বাচক বলেন, আমরা গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল এবং গত রোববার এশিয়া কাপের ফাইনাল খেলেছি। আপনারা আমাদের এই ইতিবাচক দিকগুলো দেখবেন। দুয়েকটি বাজে পারফরম্যান্সে হতাশ হওয়ার কিছু নেই।