Friday, 23rd May, 2025
Friday, 23rd May, 2025

রোহিতের বিরুদ্ধে ‘বিস্ফোরক’ অভিযোগ

ভারতীয় অধিনায়ক রোহিত শর্মার বিরুদ্ধে তারকা ক্রিকেটারের ক্যারিয়ার নষ্টের অভিযোগ তুলেছেন সাবেক ক্রিকেটার কৃষ্ণমাচারী শ্রীকান্ত।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পাঁচ ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে হারের পর রোহিত শর্মা এবং টিম ম্যানেজমেন্টের দুটি সিদ্ধান্ত নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছে।

প্রথমটি হচ্ছে- শেষ ওভারে যখন উইন্ডিজের ১০ রান প্রয়োজন, তখন অনভিজ্ঞ আভেশ খানের হাতে বল তুলে দেওয়া, আর দ্বিতীয়টি হচ্ছে ইংল্যান্ড সফরে চারে নেমে সাফল্য পাওয়া সূর্যকুমার যাদবকে দিয়ে ইনিংস শুরু করানোর সিদ্ধান্ত।

ভারতের ওয়েস্ট ইন্ডিজ সফরের ম্যাচগুলো সরাসরি সম্প্রচারিত হচ্ছে ফ্যানকোড অ্যাপে। সেখানে ধারাভাষ্যের সময় সূর্যকুমারকে দিয়ে ইনিংস শুরু প্রসঙ্গে শ্রীকান্ত বলেন, সূর্যকুমার যাদব ৪ নম্বরে একজন উজ্জ্বল খেলোয়াড়। টি-টোয়েন্টি বিশ্বকাপে ওর চার নম্বরেই ব্যাটিং করা উচিত। তাহলে ওকে কেন ওপেন করাতে চান? যদি সত্যিই কাউকে ওপেন করাতে হয় তাহলে ইশান কিশানকে বেছে নিন।

শ্রীকান্ত আরও বলেন, আমি (অধিনায়কসহ টিম ম্যানেজমেন্টকে) খুব সহজ একটি কথা বলার চেষ্টা করছি। সূর্যকুমার যাদবের মতো ক্রিকেটারকে নষ্ট করবেন না। দয়া করে এমন করবেন না। এরকম চলতে থাকলে দুয়েকটি ব্যর্থতাতেই সে আত্মবিশ্বাস হারিয়ে ফেলবে। ক্রিকেট একটি আত্মবিশ্বাসের খেলা।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে ইনিংস শুরু করতে নেমে চূড়ান্তভাবে ব্যর্থ হয়েছেন সূর্যকুমার যাদব। ইংল্যান্ডে ৪ নম্বরে সেঞ্চুরি হাঁকানো সূর্যকুমার এদিন ৬ বল খেলে মোটে ১১ রানে আউট হন।

সংবাদটি লাইক, কমেন্ট ও শেয়ার করুন