
হামাসের সাথে চলমান যুদ্ধে ইসরায়েলের উত্তরাঞ্চলীয় সীমান্তের একাধিক সামরিক চৌকিতে হামলা চালিয়েছে ইরান-সমর্থিত লেবাননের সশস্ত্রগোষ্ঠী হিজবুল্লাহ। পরে ইসরায়েলের সামরিক বাহিনী লেবানন ভূখণ্ডে হিজবুল্লাহর অবস্থান লক্ষ্য করে পাল্টা গোলাবর্ষণ করেছে।
উভয়পক্ষের হামলা-পাল্টা হামলায় বুধবার কোনো হতাহত হয়েছে তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।
খবর অনুসারে, ইসরায়েলের উত্তর সীমান্তের বেশ কয়েকটি সামরিক চৌকিতে হামলার দায় স্বীকার করেছে লেবাননের সশস্ত্রগোষ্ঠী হিজবুল্লাহ। এক বিবৃতিতে হিজবুল্লাহ বলেছে, তারা তিনটি স্থানে ট্যাংক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। পাশাপাশি ইসরায়েলি তল্লাশি চৌকিতে গুলিবর্ষণ করেছে হিজবুল্লাহ।
ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) হিজবুল্লাহর হামলার জবাবে পাল্টা গোলাবর্ষণ করেছে। তবে হামলায় ইসরায়েলি সামরিক বাহিনীর কোনো হতাহত হয়েছে কি না তা জানায়নি আইডিএফ। ইসরায়েলের সামরিক বাহিনীর শীর্ষ মুখপাত্র ড্যানিয়েল হ্যাগারি বলেছেন, সীমান্তের একটি চৌকিতে হিজবুল্লাহর গোলাবর্ষণের পর সেনাবাহিনী দক্ষিণ লেবাননের লক্ষ্যবস্তুতে গুলি চালিয়েছে।