Friday, 23rd May, 2025
Friday, 23rd May, 2025

আটকে রাখা রাশিয়ার সার ছেড়ে দিল ইউরোপীয় ইউনিয়ন

ইউরোপের বন্দরে আটকে রাখা রাশিয়ার সারবাহী একটি কার্গো জাহাজকে আফ্রিকার উদ্দেশ্যে যাত্রা করার অনুমতি দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন।

বর্তমানে জাহাজটি ২০ হাজার টন সার নিয়ে নেদারল্যান্ডসের রোটেরডাম বন্দরে অবস্থান করছে। খবর রয়টার্সের।

জাতিসংঘ শুক্রবার ঘোষণা করেছে, আফ্রিকার দেশ মালাভির উদ্দেশ্যে জাহাজটিকে রওনা করার অনুমতি দিয়েছে নেদারল্যান্ডস। আফ্রিকার দরিদ্র দেশ মালাভিকে এই ২০ হাজার টন সার রাশিয়া অনুদান হিসেবে দিয়েছে।

পশ্চিমা নিষেধাজ্ঞার কারণে রাশিয়া কৃষিপণ্য রপ্তানিতে বাধাগ্রস্ত হচ্ছে। এ সমস্যা সমাধানের জন্য জাতিসংঘ যে চেষ্টা চালাচ্ছে, তাতে রাশিয়া অব্যাহতভাবে অসন্তুষ্টি প্রকাশ করে আসছে।

জাতিসংঘ এবং তুরস্কের মধ্যস্থতায় ইউক্রেনে খাদ্যশস্য রপ্তানির ব্যাপারে রাশিয়া যে সম্মতি দিয়েছিল, সেই সময় রাশিয়ার কৃষিপণ্য আন্তর্জাতিক বাজারে বিক্রি করার জন্য জাতিসংঘের প্রতিশ্রুতি দিয়েছিল; কিন্তু প্রতিশ্রুতি মতো জুলাই মাসের মধ্যে রাশিয়ার জন্য আন্তর্জাতিক বাজার উন্মুক্ত করতে পারেনি বিশ্ব সংস্থাটি।

সংবাদটি লাইক, কমেন্ট ও শেয়ার করুন