Saturday, 24th May, 2025
Saturday, 24th May, 2025

আজ আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ

এশিয়া কাপের তৃতীয় ম্যাচে আজ মঙ্গলবার আফগানিস্তানের বিপক্ষে নামছে বাংলাদেশ। ম্যাচটি রাত ৮টার দিকে দুবাইয়ের স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। তবে দীর্ঘদিন পর টাইগারদের দলে ফিরেছে সাব্বির রহমান।

এদিকে প্রথম ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখী হয়েছিল আফগানিস্তান। ওই ম্যাচে লঙ্কানদের নাজেহাল করে জয় তুলে নেয় আফগানিস্তান।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ: মোহাম্মদ নাইম, এনামুল হক, সাকিব আল হাসান (অধিনায়ক), আফিফ হোসেন, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মাহমুদউল্লাহ, সাব্বির রহমান, মেহেদী হাসান, মোহাম্মদ সাইফুদ্দিন, নাসুম আহমেদ ও মুস্তাফিজুর রহমান।

আফগানিস্তানের সম্ভাব্য একাদশ: হজরতুল্লাহ জাজাই, রহমানুল্লাহ গুরবাজ (উইকেটরক্ষক), ইব্রাহিম জাদরান, নজিবুল্লাহ জাদরান, করিম জানাত, মোহাম্মদ নবী (অধিনায়ক), রশিদ খান,  আজমাতুল্লাহ ওমরজাই, নবীন-উল হক, মুজিব উর রহমান ও ফজলহক ফারুকী।

সংবাদটি লাইক, কমেন্ট ও শেয়ার করুন