Friday, 23rd May, 2025
Friday, 23rd May, 2025

রাশিয়ার তেলে অবরোধ দিলে ইউরোপকে চড়া মূল্য দিতে হবে: পুতিন

রাশিয়ার তেলের ওপর অবরোধ আরোপ করলে ইউরোপকে চড়ামূল্য পরিশোধ করতে হবে বলে মন্তব্য করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রুশ প্রেসিডেন্ট আরও বলেছেন, রাশিয়ার তেলে অবরোধ আরোপের আলোচনায় ইতোমধ্যে বিশ্বে তেলের মূল্য বেড়েছে।

বিবিসির খবরে বলা হয়েছে, রাশিয়ার জ্বালানির ওপর নিষেধাজ্ঞার প্রভাব নিয়ে দেশের জ্বালানি বিষয়ক প্রধান এবং অন্যান্য কর্মকর্তাদের সঙ্গে আলোচনায় রুশ প্রেসিডেন্ট এসব কথা বলেন।
রাশিয়ার প্রেসিডেন্ট অভিযোগ করে বলেন, ইউক্রেনে বিশেষ অভিযানের পর পশ্চিমারা যে অবরোধ দিয়েছে তা রাজনৈতিক উদ্দেশ্যে। পুতিন বলেন, কিছু দেশ রাশিয়ার জ্বালানির ওপর ব্যাপকভাবে নির্ভরশীল, তাদের জন্য রুশ তেলে অবরোধ মানা কঠিন হবে।

সংবাদটি লাইক, কমেন্ট ও শেয়ার করুন