Friday, 23rd May, 2025
Friday, 23rd May, 2025

শরীয়তপুর জাজিরায় গাঁজার বাগানের সন্ধান। শতাধিক গাঁজা গাছ উদ্ধার

শরীয়তপুর জাজিরায় গাঁজার বাগানের সন্ধান। শতাধিক গাঁজা গাছ উদ্ধার শরীয়তপুর জাজিরার পূর্ব নাওডোবা ইউনিয়নের ওকলউদ্দি মুন্সী কান্দি এলাকায় হারুন মাদবরের ছেলে সুরুজ মাদবর তার নিজ বসত বাড়ির আঙিনায় চাষ করছে গাঁজা গাছের।

এমন গোপন সংবাদের ভিত্তিতে জাজিরা প্রেসক্লাবের সাংবাদিকরা বিষয়টি অবগত করেন শরীয়তপুর জেলা জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই) কে।

জাতীয় গোয়েন্দা সংস্থা সরেজমিনে গিয়ে গাঁজা চাষের বিষয়টি নিশ্চিত হয়ে, পদ্মা সেতু দক্ষিণ থানা পুলিশকে অবগত করেন। থানা পুলিশ গাঁজা চাষির বসত বাড়ির আঙিনা থেকে শতাধিক গাঁজা গাছ উদ্ধার করে নিয়ে যায়।

গাজা চাষী আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি বুঝতে পেরে স্ত্রী পরিবারসহ বাড়ি থেকে পালিয়ে যায়।

স্থানীয় বাসিন্দারা জানান, সুরুজ মাদবর ও তার স্ত্রী সুমি বেগম দীর্ঘদিন যাবত এখানে গাজার চাষ সহ গাজা বিক্রি করছে। পাশাপাশি প্রতিদিন তার বাড়িতে বসে গাজা সহ বিভিন্ন মাদকের আসর। এমনকি তার বাড়ির আশেপাশে স্থানীয় কাউকে আসতে দেয়া হয় না

 

সংবাদটি লাইক, কমেন্ট ও শেয়ার করুন