Thursday, 22nd May, 2025
Thursday, 22nd May, 2025

বাংলা ব্লকেড: রাজধানীর যেসব এলাকায় হতে পারে যানজট

কোটা সংস্কারের দাবিতে আজও ‘বাংলা ব্লকেড’ কর্মসূচি পালন করবে আন্দোলনকারী শিক্ষার্থী ও চাকরিপ্রত্যাশীরা। পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী বৃহস্পতিবার (১১ জুলাই) বিকাল সাড়ে ৩টা থেকে দেশব্যাপী অবরোধ কর্মসূচি শুরু হবে। দেশের গুরুত্বপূর্ণ স্থানের পাশাপাশি হাইওয়ে এবং রেলপথও এই ব্লকেডের আওতায় থাকবে। ফলে রাজধানী ঢাকাসহ দেশের বড় শহরগুলো যানজটের কবলে পড়তে পারে।

বুধবার সন্ধ্যায় শাহবাগে এ ঘোষণা দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সংগঠক ঢাবি শিক্ষার্থী আসিফ মাহমুদ।
কর্মসূচি অনুযায়ী, বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল লাইব্রেরির সামনে জড়ো হবেন শিক্ষার্থীরা। পরে মিছিল নিয়ে বিভিন্ন এলাকা অবরোধ করবেন আন্দোলনকারী শিক্ষার্থীরা।

রাজধানী ঢাকায় যেসব এলাকায় ব্লকেড হতে পারে
১. শাহবাগ
২. কাওরানবাজার
৩. ইন্টারকন্টিনেন্টাল মোড়
৪. ফার্মগেট
৫. চানখারপুল মোড়
৬. চানখারপুল ফ্লাইওভার এ উঠার মোড়
৭. বঙ্গবাজার
৮. শিক্ষা চত্বর
৯. মৎস্য ভবন
১০. জিপিও
১১. গুলিস্তান
১২. সায়েন্সল্যাব
১৩. নীলক্ষেত
১৪. রামপুরা ব্রিজ
১৫. সচিবালয়
১৬. মহাখালী
১৭. বাংলামোটর
১৮. পল্টন মোড়
১৯. ঢাকা-আরিচা মহাসড়ক (জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়)

সংবাদটি লাইক, কমেন্ট ও শেয়ার করুন